• রবিবার, ৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪২৯

সারা দেশ

গোমস্তাপুরে সাবেক এমপির নামফলক ভাঙচুরের প্রতিবাদে সংবাদ সম্মেলন

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ২২ জুলাই ২০২৩

নুর মোহাম্মদ, গোমস্তাপুর ( চাঁপাইনবাবঞ্জ) প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রাধানগর ইউনিয়নের একটি বিদ্যালয়ে সাবেক এমপি কর্তৃক ভবন নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপনের নামফলক ভাঙচুরের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে গোমস্তাপুর উপজেলা আওয়ামীলীগ। শনিবার সকালে রহনপুর কলোনী মোড় উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে গোমস্তাপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক এমপি গোলাম মোস্তফা বিশ্বাস লিখিত বক্তব্য পাঠ করেন। লিখিত বক্তব্যে তিনি বলেন, বিগত ২০১৮ সালের ১ নভেম্বর গোমস্তাপুর উপজেলার রাধানগর ইউনিয়নের চেরাডাঙ্গা বয়েজ উচ্চ বিদ্যালয়ের ৪ তলা ভবন নির্মাণের জন্য ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। প্রায় ৫ বছর পর গত ২৩ মে ২০২৩ চাঁপাইনবাবঞ্জ -২ আসনের উপ নির্বাচনে নির্বাচিত জাতীয় সংসদ সদস্য জিয়াউর রহমান কর্তৃক নবনির্মিত ভবনের উদ্বোধন করা হয়। উদ্ধোধনী ফলকটি বর্তমানে উক্ত বিদ্যালয়ে বহাল তবিয়তে থাকলেও গত ২ জুন ২০২৩ রাতে কে বা কাহারা ভিত্তিপ্রস্তর স্থাপনের নামফলকটি ভাংচুর করে এবং অপসারণ করে ।
গত ২০ জুলাই গোমস্তাপুর উপজেলা আওয়ামীলীগের কার্যনির্বাহী কমিটির সভায় ভিত্তিপ্রস্তরের নামফলক ভাঙচুরের প্রতিবাদে তীব্র নিন্দা প্রকাশ করা হয়। ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা নিতে রাধানগর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল মোমিন কে গোমস্তাপুর থানায় অভিযোগ দাখিলের জন্য দায়িত্ব প্রদান করা হয়। এছাড়া উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি মামুনুর রশীদ কে আহ্বায়ক করে ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন সাবেক এমপি গোলাম মোস্তফা বিশ্বাস, উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি মামুনুর রশীদ, রাধানগর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল মোমিন,বীর মুক্তিযোদ্ধা তাজুল ইসলাম সোনার্দি ও রহনপুর হাজী রিয়াজ উদ্দিন সরকার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম প্রমূখ। এ প্রসঙ্গে চেরাডাঙ্গা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ নজরুল ইসলাম বলেন, নামফলক ভাঙচুরের বিষয়টি সত্য ।আমরা এক সপ্তাহের মধ্যে পুনরায় নামফলকটি স্থাপনের জন্য ব্যবস্থা গ্ৰহন করবো।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads